Theft by Intimidation

খেলনা বন্দুক দেখিয়ে ছিনতাই! শিবপুরে গ্রেফতার দুই নাবালক

বন্দুক উঁচিয়ে পথচলতি মানুষকে ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরে। পুলিশি তদন্তে জানা যায়, ছিনতাইয়ে ব্যবহৃত বন্দুকটি আসলে খেলনার এবং অভিযুক্ত দু’জনই নাবালক। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০২:২৬

বন্দুক উঁচিয়ে পথচলতি মানুষকে ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ হাওড়ার শিবপুরে। পরে পুলিশি তদন্তে উঠে এল চমকপ্রদ তথ্য। জানা যায়, যে বন্দুক দেখিয়ে ছিনতাই করা হয়েছিল, সেটি আদতে আসল নয়, খেলনার। শুধু তাই নয়, ধৃত দু’জনই নাবালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় চারটে নাগাদ শিবপুরের জিটি রোডে কাজিপাড়ার কাছে দ্বিতীয় হুগলি সেতুর নীচে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ডোমজুড়ের কয়েকজন বাসিন্দা শিবপুর গঙ্গার ঘাটে পুজোর কিছু কাজ সেরে গঙ্গার জল ও পুজোর সামগ্রী নিয়ে জিটি রোড ধরে ফিরছিলেন। সেই সময় আচমকাই তাঁদের পথ আটকায় দুই কিশোর। অভিযোগ, বন্দুক উঁচিয়ে ওই ব্যক্তিদের ভয় দেখানো হয়। সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন তাঁরা। বন্দুক দেখে আতঙ্কিত হয়ে পথচলতি ওই ব্যক্তিরা তাঁদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন তুলে দেন। এরপরই সেগুলি নিয়ে চম্পট দেয় অভিযুক্তেরা।

ঘটনার পর শিবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। কিছু সময়ের মধ্যেই পুলিশ ঘটনার কিনারা করে। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে, ধৃত দু’জনই নাবালক। তারা ছিনতাইয়ের সময় যে বন্দুক ব্যবহার করেছিল, সেটি ছিল খেলনার বন্দুক। পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া নগদ টাকা ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। শনিবারই ধৃতদের জুভেনাইল আদালতে তোলা হয়।

এই দুই নাবালক কোনও বৃহত্তর অপরাধচক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।


Share