Jadavpur Incident

রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার মৃৎশিল্পী, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, তদন্তে পুলিশ

কলকাতার রামগড়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ব্যক্তি পেশায় মৃৎশিল্পী এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৬:৩৯

কলকাতার রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। গাঙ্গুলিবাগান এলাকার রামগড়ে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে রামগড় এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁকে উদ্ধার করে বাঘাযতীনের একটি হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে, ওই ব্যক্তির গলায় ধারালো কোনও অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পাটুলি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তি পেশায় একজন মৃৎশিল্পী। তিনি রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। তবে কারা এবং কী কারণে তাঁর উপর হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য মেলেনি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আহত ব্যক্তির পরিবার-পরিজনের সঙ্গে কথা বলা হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদেও তৎপর হয়েছে পুলিশ। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। প্রমাণের হদিশ পাওয়ার জন্য আশপাশের সব সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে।


Share