PM Modi Meeting

সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেরই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরামবাগের করবেন জনসভা, প্রস্তুতি শুরু করল বিজেপি

গত শুক্রবার বিজেপির দফতরে রাজ্যস্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসেন দলীয় নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, ডিসেম্বর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির আরও কয়েক জন শীর্ষ নেতা বাংলায় ধারাবাহিক সফর শুরু করবেন। এর মধ্যে মোদীর সভাই হবে বিজেপির প্রথম বড় রাজনৈতিক কর্মসূচী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১২:৫৭

ব কিছু ঠিকঠাক থাকলে রাজ‍্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বরে রাজ‍্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আসছে বছর বিধানসভা নির্বাচন। বিজেপি সূত্রের খবর, নির্বাচনের আগে ১৪ থেকে ১৫টি সভা করতে পারেন তিনি। ডিসেম্বরে হুগলি থেকে সেই যাত্রার সূচনা হতে পারে। তার জন্য কয়েকটি জায়গায় দেখতে বলা হয়েছে বিজেপি নেতৃত্বকে।

বিজেপি সূত্রের খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী। আগামী মাসের ১৩ অথবা ১৪ ডিসেম্বর হুগলির আরামবাগে একটি বড় জনসভা করতে চেয়ে জেলা প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরেই রাজ্য বিজেপি পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচার অভিযান শুরু করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

গত শুক্রবার বিজেপির দফতরে রাজ্যস্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসেন দলীয় নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, ডিসেম্বর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির আরও কয়েক জন শীর্ষ নেতা বাংলায় ধারাবাহিক সফর শুরু করবেন। এর মধ্যে মোদীর সভাই হবে বিজেপির প্রথম বড় রাজনৈতিক কর্মসূচী।

বিজেপির ওই সূত্র এ-ও জানাচ্ছে, প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিলেই আরামবাগ থেকেই কার্যত বিজেপির বিধানসভা নির্বাচনী অভিযানের সূচনা হতে পারে। এ ছাড়াও, ডিসেম্বরের শেষ দিকে রাজ্যের বিভিন্ন জেলায় সফর করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৯ ডিসেম্বরের পর কলকাতায় সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার পরিকল্পনা রয়েছে বলেও দলীয় সূত্রের দাবি। 


Share