Passport Seized

বিদেশে কাজের টোপ দিয়ে প্রতারণা! বারুইপুরে বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পাসপোর্ট

বারুইপুরে পুলিশি অভিযানে খাসমল্লি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট উদ্ধার হয়েছে। বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া পাসপোর্টগুলি ভুয়ো কি না, তা খতিয়ে দেখে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

গ্রেফতার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১১:৫০

বারুইপুরে একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক পাসপোর্ট উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ খাসমল্লি এলাকার ওই বাড়িতে অভিযান চালায়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, পাসপোর্টগুলি বেশিরভাগই নদিয়ার বাসিন্দাদের নামে রয়েছে। বিহার এবং ওড়িশার কিছু ঠিকানাও মিলেছে বলে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু’জনের নাম মেহবুব মোল্লা ওরফে রাজ এবং প্রীতম বসু। মেহবুব মগরাহাটের বাসিন্দা। প্রীতমের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। প্রিতম কর্মসূত্রে মুম্বইয়ে থাকে। খাসমল্লি এলাকায় যে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল, সেটি তাঁরাই ব্যবহার করত বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতেরা বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করত। পরে চাকরি দেওয়া তো দূরের কথা, পাসপোর্ট ফেরত দেওয়ার নাম করেও ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করত তারা। আগেই এই সংক্রান্ত প্রতারণার অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযান বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, গত সাত থেকে আট মাস ধরে খাসমল্লি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে ধৃতেরা। গোপন সূত্রে খবর পেয়ে ওই ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাদের গ্রেফতার আদালতে হাজির করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। পাসপোর্টগুলি আসল না জাল, তা স্পষ্ট করেনি পুলিশ।


Share