Dankuni

ডানকুনি স্টেশনের ওভারব্রিজ থেকে মরণঝাঁপ, চলন্ত ট্রেনের ওপর পড়ে মৃত এক ব্যক্তি

মৃত ব্যক্তির নাম মারুফ শেখ (৪০)। আজ, রবিবার দুপুরে ডানকুনি স্টেশনে ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ডানকুনি স্টেশনে ঘটনাটি ঘটেছে।
এখন কলকাতা ডেস্ক, ডানকুনি
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ০৭:২৭

ওভারব্রিজ থেকে ট্রেনের ওপর মরণঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। আজ, রবিবার দুপুরে ডানকুনি স্টেশনে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম মারুফ শেখ (৪০)। খবর পেয়ে ডানকুনি থানা ও রেলপুলিশ ঘটনাস্থলে আসেন। কী কারণে ওই ব্যক্তি ঝাঁপ দিলেন সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। যদিও এই ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়নি বলে জানিয়েছে পূর্বরেল।

জানা গিয়েছে, এ দিন দুপুর দেড়টা নাগাদ ডানকুনি রেল স্টেশনের ৪নং প্ল্যাটফর্মের ওপর ফুট ওভারব্রিজে ঘোরাফেরা করতে দেখা যায় ওই ব্যক্তিকে। সেই সময়ে হাওড়া-বর্ধমান লোকাল ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। ট্রেনটি ঢুকতেই ফুট ওভারব্রিজ থেকে আচমকাই ঝাঁপ দেয় ওই ব্যক্তি। প্রথমে রেলের হাইটেনশন তারের ওপর পড়েন। সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দ হয়। এর পরে ওই ব্যক্তির দেহ ট্রেনের ছাদের ওপর এসে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডানকুনি থানার পুলিশ ও রেলপুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ডানকুনির ছাউনিপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরে মারুফ মানসিক অবসাদে ভুগছিলেন। মাঝেমধ্যে অসংলগ্ন কথাবার্তা বলতেও শোনা গিয়েছে। মানসিক অবসাদের কারণেই ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছেন কি না সে ব্যাপারে তদন্ত শুরু করছে পুলিশ।


Share