Fake Payment Scam

অনলাইন পেমেন্টের ভাঁওতা! রাজা এসসি মল্লিক রোডে সোনার ব্রেসলেট নিয়ে চম্পট, গ্রেফতার ‘ক্রেতা’

রাজা এসসি মল্লিক রোডে গয়নার দোকানে সোনার ব্রেসলেট কিনে ভুয়ো অনলাইন পেমেন্টে প্রতারণা। গ্রেফতার বিশাল চোপড়া, উদ্ধার ব্রেসলেট। মঙ্গলবার আদালতে পেশ।

বিশাল চোপড়া
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১০:৩৭

রাজা এসসি মল্লিক রোডের একটি গয়নার দোকানে সোনার ব্রেসলেট কিনতে এসে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দোকানে এসে একটি সোনার ব্রেসলেট পছন্দ করে কেনেন। সেই ব্রেসলেটের দাম ছিল এক লক্ষ টাকারও বেশি। অনলাইন পেমেন্ট করেছেন বলে দাবি করে তিনি দোকান থেকে বেরিয়ে যান। পরে জানা যায়, আদৌ কোনও টাকা জমা পড়েনি।

ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তের পর অভিযুক্ত বিশাল চোপড়াকে গ্রেফতার করা হয়। তিনি বেকারি রোডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে জেরা করে প্রতারিত সোনার ব্রেসলেটটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজির করানো হবে।


Share