Minor Rape

উত্তরপাড়ায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরও এক, ধৃত তৃণমূল নেতা-সহ দু’জনকে হাজির করানো হল আদালতে

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর ষোলোর নাবালিকা তাঁর এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতর গিয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। সেখানে অভিযুক্ত সোনাই ও তাঁর দুই বন্ধু ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত দীপঙ্কর অধিকারী
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৬:৫৬

হুগলির হিন্দমোটর ধর্ষণকান্ডে আগেই তৃণমূলের যুবনেতাকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার আরোও এক জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, শাসকদলের প্রভাব খাটানোর পাশাপাশি সিভিক ভলান্টিয়ারের পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে। ধৃত দু’জনকে আদালতে হাজির করানো হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি বলেন, বালির দিক থেকে এসে একটি কারখানার মধ্যে মেয়েটি বয়ফ্রেন্ডকে নিয়ে ঢুকে ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তেরা আগে থেকেই সেখানে ছিল। তারা নাবালিকার ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারপর ধর্ষণ করে নাবালিকাকে। পুলিশ সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। 

ধৃত তৃণমূল নেতা দীপঙ্কর অধিকারী-সহ দু’জনকে শনিবার শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। শ্রীরামপুর আদালতের যাওয়ার পথে যুবক দাবী করে, ‘তাকে ফাঁসানো হচ্ছে।’ এ ছাড়াও, দীপঙ্কর শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে বাঁচানোর আর্জি জানিয়েছে। 

বিজেপির অভিযোগ, তৃণমূল নেতৃত্বের সঙ্গে দীপঙ্করের একাধিক ছবি রয়েছে। রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে দাবি করেন, " রাজ্যে তৃণমূল সরকারের বদান্যতায় মা বোনেদের নিরাপত্তা শিকেয় উঠেছে। তৃণমূলের "লাল চুল কানে দুল" মার্কা সব "দামাল" সম্পদদের হাতে রাস্তাঘাট থেকে শিক্ষাঙ্গণ কোথাও মেয়েদের সুরক্ষা নেই। পরিস্থিতি এমন'ই যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে বাংলার মেয়েদের রাত আটটার পর বাইরে না বেরোনোর পরামর্শ দিতে হয়।" যদিও তৃণমূল বিজেপির দাবি অস্বীকার করেছে, তাঁদের দাবি, অভিযুক্ত যুবক দলের কেউ নয়।


Share