Bomb Blast

বাসন্তীতে নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ, গুরুতর জখম শিশু, নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে

ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থলে রক্ত ছড়িয়ে পড়ে রয়েছে। বোমার সুতলিও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে স্থানীয়েরা দাবি করেছে। তবে বোমা থেকে বিস্ফোরণ নাকি সিলিন্ডার থেকে বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

বোমা বিস্ফোরণের গুরুতর জখম শিশু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৩:০৯

বড়দিনের আগের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিস্ফোরণে গুরুতর জখম হল এক শিশু। তাঁর হাত এবং চোখে গুরুতর চোট লেগেছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বুধবার রাতে বাসন্তীর খড়িমাচায় একটি নির্মীয়মাণ বাড়িতে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। কীভাবে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। মজুত করা বোমা থেকেও বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছে স্থানীয়েরা। স্থানীয়েরাই সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, তাঁর আঙুল এবং চোখে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখাই শিশুটির চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থলে রক্ত ছড়িয়ে পড়ে রয়েছে। বোমার সুতলিও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে স্থানীয়েরা দাবি করেছে। তবে বোমা থেকে বিস্ফোরণ নাকি সিলিন্ডার থেকে বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।


Share