Fire Incident

ধূলাগড় মোড়ে তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, আগুন ছড়িয়ে ভস্মীভূত একাধিক গাড়ি

হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী জানান, “তেলের ট্যাঙ্কার থেকেই এই বিপত্তির সূত্রপাত। তবে দ্রুত দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

আগুনে ভস্মীভূত গাড়ি
নিজস্ব সংবাদদাতা, ধূলাগড়
  • শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০১:৫৫

হাওড়ার ধূলাগড়ের জাতীয় সড়ক সংলগ্ন সার্ভিস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেখানে শুক্রবার রাত ৯টা নাগাদ ট্রাক টার্মিনাসের কাছে বাগনানগামী একটি তেলের ট্যাঙ্কারে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই ট্যাঙ্কার থেকে তেল লিক করে। ফলে রাস্তাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগা অবস্থাতেই ট্যাঙ্কারটি কিছুদূর পর্যন্ত চলতে থাকে। সেই সময় সার্ভিস রোড দিয়ে একাধিক লরি ও একটি বাস চলাচল করছিল। ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া আগুন থেকে একটি বাস-সহ পর পর চারটি লরিতে আগুন ধরে যায়।

আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। সাঁকরাইল থানার পুলিশ ও দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। দমকল কর্মীদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই অগ্নিকাণ্ডে চারটি লরি ও একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও স্বস্তির খবর, এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনার জেরে দীর্ঘ সময় সার্ভিস রোডে যান চলাচল বন্ধ থাকে। পরে পুড়ে যাওয়া যানবাহনগুলি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী জানান, “তেলের ট্যাঙ্কার থেকেই এই বিপত্তির সূত্রপাত। তবে দ্রুত দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।” তবে কী কারণে আচমকা তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়, তা এখনও স্পষ্ট নয়। সাঁকরাইল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


Share