Mysterious Death

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় রহস্যেমৃত‍্যু, বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা ও ছেলের ঝুলন্ত দেহ

দক্ষিণ ২৪ পরগনার বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা ও নাবালক ছেলের ঝুলন্ত দেহ। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। রহস্যমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৩:১০

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় একটি বন্ধ ঘরের ভিতর থেকে বাবা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদের নাম বাপ্পা নস্কর (৪০) ও তাঁর নাবালক ছেলে রূপম নস্কর (১৪)। তাঁরা মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দরজা ভেঙে ঘরের ভিতর থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ রহ‍স‍্যমৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, বাপ্পার বাবা অন্য বাড়িতে থাকতেন। সোমবার রাতে বাপ্পা তাঁর বাবাকে মঙ্গলবার সকালে তাঁদের বাড়িতে আসার কথা বলেছিলেন। ছেলের কথামতোই তিনি মঙ্গলবার বাপ্পার বাড়িতে আসেন। দীর্ঘক্ষণ দরজায় ধাক্কা দেন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসেনি। তারপরে স্থানীয়দের পরামর্শ মতো তিনি একটি লাঠি দিয়ে জানালার পর্দা সরান। সেই সময়েই তিনি নিজের ছেলে এবং নাতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আশেপাশের লোকজন। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে বাবা এবং ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

সঙ্গে সঙ্গে তাঁদের বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, বাপ্পার স্ত্রী আলাদা থাকতেন। কিভাবে বাবা ও ছেলের মৃত্যু হলো সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই ঘটনার কারণ নিশ্চিত ভাবে বলা সম্ভব বলে জানাচ্ছেন তদন্তকারীরা। আপাতত একটি রহস্যমৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share