Howrah Fire

হাওড়ার বিধ্বংসী আগুন, ভস্মীভূত কাপড়ের দোকান, দমকল দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের

শনিবার সকালে হাওড়ার বাঁকড়ায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। হতাহতের খবর মেলেনি। দোকানটি পুড়ে গিয়েছে।

হাওড়ায় কাপড়ের দোকানে আগুন।
নিজস্ব সংবাদদাতা, বাঁকড়া
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ০৩:৩৮

হাওড়ার বাঁকড়ায় জামাকাপড় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, ওই মার্কেটের একটি দোকানের একতলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন ছড়িয়ে পড়লে দমকলে খবর দেওয়া হয়। হতাহতের খবর মেলেনি। তবে দোকানটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।

শনিবার সকালে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কী কারণে আগুন, তা স্পষ্ট নয়। খবর পেয়েই দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। পরে আরও দু’টি ইঞ্জিন যায়। প্রায় ৪৫ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, ওই দোকানে ডিজিটাল প্রিন্টিং ও কম্পিউটারের মাধ্যমে জামার ওপর ছাপার কাজ হত। সম্ভবত সেই মেশিনে শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে বলে অনুমান দমকলের। যদিও ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। গোটা দোকানটি ভস্মীভূত হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, সময় মতো দমকল এলে এতোটা ক্ষতি হত না। যদিও দমকলের দাবি, তাঁরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। সময় মতো না এলে, ঘটনাটি আরো গুরুতর হতে পারত বলেও দাবি করেন তাঁরা।


Share