Traffic Block At Dumdum Station

দমদমে হবে লাইন রক্ষণাবেক্ষণের কাজ, শনি ও রবিবার বাতিল একাধিক ট্রেন, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন

দমদম জংশনে রক্ষনাবেক্ষনের কাজের জন্য সাত ঘণ্টা ট্রাফিক ব্লকের পরিকল্পনা করেছে পূর্ব রেল। বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়। কয়েকটি ট্রেনের সময়সীমাও এবং যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে।

দমদম জংশন স্টেশন
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৭:৩২

দমদম জংশন স্টেশনে হবে লাইন রক্ষণাবেক্ষনের কাজ। সেই কাজের জন্য আগামী ৬ ডিসেম্বর, শনিবার রাত সাড়ে ১০টা থেকে পরের দিন ৭ ডিসেম্বর, রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু দূরপাল্লা ট্রেনের সময় এবং যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেল জানিয়েছে, ওই দিন মোট সাত ঘণ্টা ট্রাফিক ব্লক রাখা হবে। 

পূর্ব রেল জানিয়েছে, ৬ ডিসেম্বর, শনিবার বেশ কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। তাঁরা জানিয়েছে, ১৩১৪২ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস দুপুর ১২টা ৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টো ৩৫ মিনিটে নিউ আলিপুরদুয়ার স্টেশন ছাড়বে। আবার ১৩১৫৪ ডাউন মালদহ টাউন-শিয়ালদহ গৌঢ় এক্সপ্রেস রাত ৯টা ২৫ মিনিটের পরিবর্তে ১১টা ১৫ মিনিটে মালদহ টাউন স্টেশন থেকে ছাড়বে। ১৩১৬৪ ডাউন হাটেবাজারে এক্সপ্রেস দুপুর ২টো ১৫ মিনিটেপ পরিবর্তে বিকেল ৩টে ৫৫ মিনিটে ছাড়বে। ১২৩৪৪ ডাউন হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল ৬টা ১৫ মিনিটের পরিবর্তে ৭টা ৫৫ মিনিটে হলদিবাড়ি স্টেশন ছাড়বে।

সময়ের পরিবর্তন নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ৭ ডিসেম্বর রবিবার, ৩৩৮১২ ডাউন বনগাঁ–শিয়ালদহ লোকাল এবং ৩৩৫১২ ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। এ ছাড়াও, ৩৩৮১৫ আপ শিয়ালদহ - বনগাঁ লোকাল, এবং ৩৩৫১১ আপ শিয়ালদহ - হাসনাবাদ লোকাল শিয়ালদহের পরিবর্তে ক্যান্টনম্যান্ট স্টেশন থেকে ছাড়বে।

এর পাশাপাশি, ওই দিন বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ৩৩৪৩১ এবং ৩৩৪৩২ বারাসত-শিয়ালদহ, ৩৩৮১৩ এবং ৩৩৮১৮ বনগাঁ-শিয়ালদহ এবং ৩২২১১ এবং ৩২২১২ ডানকুনি-শিয়ালদহ ট্রেন বাতিল থাকবে। ট্রেন পরিষেবা মসৃণ রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে সাত ঘণ্টা ট্র্যাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল এক কর্তার।


Share