Fire Incident

গভীর রাতে অগ্নিকাণ্ড শান্তিপুরে, ভস্মীভূত রেস্টুরেন্ট, হতাহতের খবর নেই

তবে পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে ১১টায় দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপরই তাঁরা খবর পান তাঁদের দোকানে আগুন লেগেছে। কিংকরের মাসির দাবি, কেউ শত্রুতার জেরে এই আগুন ধরিয়ে দিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই রেস্টুরেন্ট।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৩:১৬

গভীর রাতে অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছারখার হয়ে গেল একটি রেস্টুরেন্ট। ঘটনাটি ঘটে, নদিয়া জেলার শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিহারিয়া মঠ পাড়ায়। দোকানের মালিকের নাম কিংকর বিশ্বাস। 

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত আনুমানিক দু'টো নাগাদ হঠাৎই বিকট শব্দে ঘুম ভাঙে এলাকার বাসিন্দাদের। শব্দ শুনে ছুটে এসে দেখে রেস্টুরেন্টটি দাউদাউ করে জ্বলছে। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসেন।এরপর দমকলের বেশ কিছুটা সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

তবে পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে ১১টায় দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপরই তাঁরা খবর পান তাঁদের দোকানে আগুন লেগেছে। কিংকরের মাসির দাবি, কেউ শত্রুতার জেরে এই আগুন ধরিয়ে দিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। যদিও শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share