Police arrest three criminals in robbery case

ছিনতাইয়ের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ

ঘটনার পর কল্যাণী থানায় মামলা রুজু হয় এবং তদন্তের দায়িত্ব নেয় গয়েশপুর পুলিশ ফাঁড়ি। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে ২২ ডিসেম্বর গয়েশপুর এলাকা থেকে সুশান্ত সরকারকে গ্রেফতার করা হয়।

তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৪

গয়েশপুর পুলিশ ফাঁড়ির তৎপরতায় ছিনতাইয়ের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কিশলয় স্কুলের সামনে হারাধন কীর্তনীয়ার কাছ থেকে মোবাইল ফোন ও সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ ওঠে। সেই ঘটনারই প্রধান তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার পর কল্যাণী থানায় মামলা রুজু হয় এবং তদন্তের দায়িত্ব নেয় গয়েশপুর পুলিশ ফাঁড়ি। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে ২২ ডিসেম্বর গয়েশপুর এলাকা থেকে সুশান্ত সরকারকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরও দু’জন প্রমোদ সাক্সেনা ও অজয় সোরেনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃত তিনজনকে এদিন আদালতে পেশ করা হয় এবং মূল অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।


Share