Mamata Banerjee

‘আমি সব ধর্মেকে শ্রদ্ধা করি,’ নিউ টাউনে সবচেয়ে ‘দুর্গা অঙ্গন’-এর উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, সব ধর্মের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। কারণ, আমি মনে করি - ধর্ম যার যার, উৎসব সবার।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, নিউ টাউন
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

আজ নিউ টাউনে ‘দুর্গা অঙ্গন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ইতিমধ্যেই রাজ্যের সবচেয়ে বড় পুজোকে ঘিরে হওয়া উৎসব ‘দুর্গাপুজো’কে কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। সেই আন্তর্জাতিক স্বীকৃতিকে সম্মান জানাতে এই ‘দুর্গা অঙ্গন’ তৈরি করছে রাজ্য সরকার। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, সব ধর্মের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। কারণ, আমি মনে করি - ধর্ম যার যার, উৎসব সবার।”

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘দুর্গা অঙ্গন’ তৈরি করতে মোট খরচ হচ্ছে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা। এই অঙ্গনে তৈরি হবে একটি মিউজিয়ামও। রাজ্যের অন‍্যতম পুজোকে ঘিরে হওয়া শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে সম্পর্কিত শিল্পকলা, পৌরাণিক কাহিনিও জায়গা পাবে এই মিউজিয়ামে। 

নিউ টাউনে ইকো পার্কের কাছে ১৭.২৮ একর জমিতে তৈরি হওয়া ‘দুর্গা অঙ্গন’-এ প্রতিদিন ১ লক্ষ ভক্ত আসতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া, এর উঠোনে একসঙ্গে হাজার ভক্তের বসার ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানানো হয়েছে। ১০৮টি দেবদেবীর মূর্তি এবং ৬৪ সিংহ মূর্তি থাকবে। এই দূর্গা অঙ্গন ৩৬৫ দিন খোলা থাকবে। এখানে পুজোও দেওয়া যাবে। 

দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতীর জন্য আলাদা মণ্ডপ তৈরি হবে। প্রসাদ তৈরির জন্য আলাদা ঘর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘর তৈরি হবে। 

মন্দির চত্বরে দোকান তৈরি হবে তাতে আগামী দিনে আরও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেন, “সম্প্রীতি ও একতার মেলবন্ধনে ভালো থাকুক বাংলা।”


Share