Shamik Bhattacharya

মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ আস্থা রয়েছে’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের

মঙ্গলবার নদিয়া জেলায় বিজেপির তরফ থেকে 'পরিবর্তন সংকল্প সভা' আয়োজিত হয়েছিল। সবাই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ- সহ রাজ্য ও জেলাস্তরের নেতারা। সভাশেষে এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচন কমিশনা নিজের মতো করে কাজ করছে।

শমীক ভট্টাচার্য
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১২:৩১

নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করবে। আবারও স্পষ্ট করলেন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, যদি কমিশন ঠিকঠাক কাজ না করে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘সুপ্রিম কোর্টে কালো কোর্ট পরে গিয়ে সব ঠিক করে দেবেন।’ 

মঙ্গলবার নদিয়া জেলায় বিজেপির তরফ থেকে 'পরিবর্তন সংকল্প সভা' আয়োজিত হয়েছিল। সভার মূল বক্তা ছিলেন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এ ছাড়াও, রাজ্য এবং জেলাস্তরের নেতারাও উপস্থিত ছিলেন। সভাশেষে এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “নির্বাচন কমিশনার নিজের মতো করে কাজ করছেন। তার মধ্যে কোনও ভুলত্রুটি থাকলে তিনি শুধরে নেবেন।” ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশন প্রসঙ্গে বিজেপির অবস্থান স্পষ্ট আরও একবার স্পষ্ট করে দিয়েছেন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

এর পরেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। শমীক বলেন, “যদি নির্বাচন কমিশন না পারে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আছেই। কালো কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে যাবেন। তার ওপর পশ্চিমবঙ্গের মানুষের সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি সমস্ত ভুলত্রুটি ওখানে গিয়ে বলবেন। আমাদেরও নেত্রীর ওপর ভরসা আছে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের বক্তব্যের প্রসঙ্গে টেনে যে ‘ব‍্যঙ্গ’ করেছেন তা মূলত স্পষ্ট। 

এ ছাড়াও, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, পুলিশ কার্যত তৃণমূলের দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি বলেন, "গত তিন বছরে রাজ্যের যত হিংসার ঘটনা ঘটেছে সেই সব ঘটনার জন্য দায়ী তৃণমূলের নেতারা। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না। তৃণমূলের এক নেতা অন্য নেতাকে খুন করছে।”

রাজ্যে এসআইআর-এর শুনানি চলছে। এরই মধ্যে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম রয়েছে। পদ্ধতিগত ত্রুটি রয়েছে। অবিলম্বে এসআইআর স্থগিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।


Share