Dowry Death Horror

বারাসতে পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী, শ্বশুর বাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মৃতার পরিবারের

বারাসতে পণের দাবিতে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গ্রেফতার স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বারাসত
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:৩৮

বারাসতে পণের দাবিকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতের নাম সুনীতা সরকার (২২)। এই ঘটনায় সুনীতার স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বারাসত পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লি এলাকায় ঘটনাটি ঘটে। তবে খুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।

মৃতের বাবা শরবিন্দু দেব সরকারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের টাকার জন্য সুনীতার উপর চাপ সৃষ্টি করত স্বামী সৌম্য দত্ত, শ্বশুর সুজয় দত্ত এবং শাশুড়ি নুপুর দত্ত। নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করা হত বলেও অভিযোগ। তিনি জানান, অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়ছিল। মাসখানেক আগে অনেক কষ্টে ১০ হাজার টাকা জোগাড় করে দিয়েছিলেন, কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি জামাই।

পরিবারের আরও অভিযোগ, নতুন ব্যবসা শুরু করার কথা বলে কয়েক দিন আগেই পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় শ্বশুরবাড়ির তরফে। সেই টাকা দিতে না পারাতেই সুনীতাকে খুন করা হয়েছে বলে তাঁদের দাবি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুনীতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত স্বামীকে জেরা করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।


Share