Gogaht Murder

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পরে ডিম খাওয়া নিয়ে অশান্তি হুগলির গোঘাটে, লাঠির আঘাতে মৃত‍্য হল যুবকের

খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেখেন রামচন্দ্রের প্রাণ আর নেই। এ দিন রাতেই গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মৃত যুবকের নাম রামচন্দ্র ঘোষাল।
নিজস্ব সংবাদদাতা, কামারপুকুর
  • শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ০৩:১৫

জগদ্ধাত্রী বিসর্জনের খাওয়াদাওয়ারকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি। এর পরেই বন্ধুকে লাঠিপেটা করে খুনের অভিযোগ আরেক বন্ধুর বিরুদ্ধে। জানা গিয়েছে, বিসর্জনের পরে খাওয়াদাওয়ার সময় অন‍্যের ভাগের ডিম কেন সে খেয়ে নিয়েছে, তা নিয়ে বচসা হয়। সেই বচসার জেরেই খুন করা হয় এক যুবককে। মৃত যুবকের নাম রামচন্দ্র ঘোষাল। ঘটনায় পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

শুক্রবার রাতে কামারপুকুর ভিএসবি ক্লাবের বিসর্জন অনুষ্ঠানের ছিল। বিসর্জন মিছিলে অংশ নেওয়ার পর ক্লাব প্রাঙ্গণে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। অভিযোগ, খাওয়াদাওয়ার সময় যুবক অন‍্যের ভাগের ডিম খেয়ে নিয়েছে। তা নিয়ে শুরু হয় বচসা। সেই বচসা মুহূর্তেই তীব্র রূপ নেয়। এর পর একদল ব্যক্তি রামচন্দ্র ঘোষালকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

মারের চোটে রামকৃষ্ণ মঠের রঘুবীরের পুরোহিত তারক ঘোষালের ছেলে রামচন্দ্র ঘোষালের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মারধরের সময় তাঁর ঘাড়ের কাছে গুরুতর আঘাত লাগে। শুধু ক্লাব প্রাঙ্গণেই নয়, ক্লাব থেকে ফেরার পথে কামারপুকুর লাহাবাজার মোড়ের কাছেও তাঁকে আবার মারধর করা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেখেন রামচন্দ্রের প্রাণ আর নেই। এ দিন রাতেই গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনার সাথে ক্লাবের কোনো সম্পর্ক নেই। ক্লাবে খাওয়াদাওয়ার পর ক্লাব তালাবন্ধ করে দেওয়া হয়েছিল।


Share