Fire Broke Out At Konnagar

কোন্নগরে কালীপুজোর রাতে গ‍্যাস ডিলারের অফিসের ছাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আনল দমকলের দু’টি ইঞ্জিন

এই বিষয়ে পুরসভার ১৬ ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, এলাকার মানুষজন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ছাদে দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

আগুন নেভানোর চেষ্টা করছে দমকল।
নিজস্ব সংবাদদাতা, কোন্নগর
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১২:১৪

কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হুগলির কোন্নগর গ্যাস অফিসে। সোমবার গভীর রাতে কোন্নগরে জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। হতাহতের খবর মেলেনি।

কালীপুজোর রাতে কোন্নগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, গ্যাস অফিসের ছাদে ভর্তি কাগজপত্র রাখা ছিল। সেখানেই কোনও ভাবে আগুন লেগে যায়। সেখানে দাহ‍্য পদার্থ ছিল কি না স্পষ্ট নয়। তবে ছাদে একাধিক সিলিন্ডার মজুত ছিল বলে জানা গিয়েছে। কোন্নগরের ওই এলাকাটি খুবই জনবহুল। গ্যাস অফিসের বিপরীতেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ঘটনার পরেই আতঙ্ক ছড়ায় এলাকায়। আতঙ্কে স্থানীয় মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই বিষয়ে পুরসভার ১৬ ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, এলাকার মানুষজন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ছাদে দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।” তিনি আরও বলেন, “গ্যাস অফিসের ছাদে ভর্তি কাগজপত্র রাখা ছিল। সেখানেই কোনও ভাবে বাজি এসে পড়ে। তারপরেই আগুন লেগে যায়।“

অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগের আধিকারিক সোমনাথ দে বলেন, “দু’টি দমকল ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে একটি ছোট গাড়ি আগুন নেভাতে আসে। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। একযোগে দু’টি ইঞ্জিন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে।” ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।


Share