Howrah Fire

হাওড়ার গ্যারাজে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত এক, তদন্তে পুলিশ

হাওড়ার সাঁকরাইলের একটি বাইক গ্যারাজে ভয়াবহ আগুনে মালিক সন্দীপ দাসের মৃত্যু। দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও বেআইনি তেল মজুতের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৫:১১

হাওড়ার সাঁকরাইলের মৌড়ি নিমতলা এলাকায় একটি বাইকের গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের জেরে গ্যারাজ মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সন্দীপ দাস। আন্দুল রোডের নিমতলায় তাঁর ওই বাইক সারাইয়ের গ্যারাজ ছিল। স্থানীয়দের দাবি, এ দিন গ্যারাজে কাজ চলার সময় আচমকাই আগুন লেগে যায়। দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, আশেপাশের দোকান ও বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সন্দীপ দাসকে আর বাঁচানো সম্ভব হয়নি। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, গ্যারাজে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

তবে স্থানীয়দের অভিযোগ, বাইকের গ্যারাজের আড়ালে বেআইনিভাবে তেল মজুত করে বিক্রির ব্যবসা চলত। বিপুল পরিমাণ তেল মজুত থাকার কারণেই আগুন দ্রুত ভয়াবহ আকার নেয় বলে তাঁদের দাবি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্যারাজের আড়ালে বেআইনি তেলের ব্যবসা চলত কি না, তা দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share