Accident

হরিণঘাটার আইসক্রিম কারখানায় বিস্ফোরণ, কম্প্রেসার মেশিন ফেটে মৃত্যু মালিকের, তদন্তে পুলিশ

জানা গেছে, বুধবার হরিণঘাটা থানার অন্তর্গত বিরহী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় একটি আইসক্রিম কারখানায় কম্প্রেসার মেশিন বাস্ট করে। এ দিন সকালে কারখানায় কাজ করছিলেন মালিক - সহ মোট তিনজন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হরিণঘাটা
  • শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১২:১৬

আইসক্রিম কারখানায় কম্প্রেসার মেশিন ফেটে বিস্ফোরণ। মৃত্যু হল খোদ মালিকের। মৃতের নাম সন্তোষ রায়। তিনি নদিয়ার কল্যাণীর মদনপুর গৌরাঙ্গ পাড়ার বাসিন্দা। বিস্ফোরণের অভিঘাতে দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বুধবার হরিণঘাটা থানার অন্তর্গত বিরহী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় একটি আইসক্রিম কারখানায় কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ হয়। এ দিন সকালে কারখানায় কাজ করছিলেন মালিক-সহ মোট তিনজন। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়েরা। সেখানেই দেখা যায় গৌরাঙ্গ রায়ের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে।

নিমিষের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, দীর্ঘ ১০ বছর ধরে এই আইসক্রিম কারখানাটি এখানে রয়েছে। কিন্তু কী কারনে এত বড় দুর্ঘটনা ঘটল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তারা। অন্যদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ।


Share