Fire Incident

জয়নগরে দোতলা দোকান-গোডাউনে বিধ্বংসী আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

ভোররাতে জয়নগরের রায়নগর এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে যায় একটি দোতলা দোকান ও গোডাউন। জয়নগর ও বারুইপুর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক নারায়ণ গায়েনের দাবি, অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হতে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, জয়নগর
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৩:২০

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার জয়নগরের একটি দোকান ও গোডাউন। সোমবার ভোরে জয়নগরের গোঁড়েরহাটের কাছে রায়নগর এলাকায় ঘটনাটি ঘটে। আগুন লাগার বিষয়টি দক্ষিণ বারাসত স্টেশনে ট্রেন ধরতে আসা বাসিন্দাদের নজরে প্রথম আসে। রাস্তার ধারের একটি দোতলা দোকান–সহ গোডাউনে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। পথচলতি বাসিন্দাদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। তৎক্ষণাৎ তাঁরা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

 জয়নগর ও বারুইপুর দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। খবর পেয়ে দু’টি কেন্দ্র থেকে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। দোকান ও গোডাউন শুকনো ফুল এবং আরও নানা ধরনের শুকনো সামগ্রীতে ভর্তি ছিল। তার ফলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তবে আসল কারণ এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীরা এই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানাননি।

দোকানের মালিক নারায়ণ গায়েন জানিয়েছেন আগুন লেগে অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গোডাউনটি তাঁর বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। সে সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ফোন আসে তাঁর কাছে। সেখানেই আগুন লাগার ঘটনার কথা তাঁকে জানানো হয়। নারায়ণের দাবি, পরিকল্পনা করে তাঁর দোকান ও গোডাউনে আগুন লাগানো হয়েছে। ছাদে কিছু ছিল না, কিন্তু সেখানেও আগুন জ্বলছিল। এই ব্যবসাটাই ছিল তাঁদের জীবিকার একমাত্র ভরসা। এখন পুরো পরিবার অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।


Share