Road Accident

ডিভাইডারে ধাক্কা মারে উল্টে গেল কন্টেনার বোঝাই ট্রাক, ব্যাপক যানজট দ্বিতীয় হুগলি সেতুতে

দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। ট্রাক থেকে নিরাপদেই বেরিয়ে আসেন চালক এবং খালাসি। দুর্ঘটনার জেরে শুরুতে যানজট হয়। তবে কিছুক্ষণের মধ্যেই ফের গাড়ি চলাচল শুরু হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৩:৪২

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। শনিবার সকালে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি কন্টেনার বোঝাই ট্রাক। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট হয় হুগলি সেতুতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে কন্টেনার বোঝাই ট্রাকটি কলকাতার দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন চালক। ট্রাক থেকে সেতুতে ছিটকে পড়ে একটি কন্টেনার। ডিভাইডারের মাঝখানে ঢুকে যায় সেটি।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। ট্রাক থেকে নিরাপদেই বেরিয়ে আসেন চালক এবং খালাসি। দুর্ঘটনার জেরে শুরুতে যানজট হয়। তবে কিছুক্ষণের মধ্যেই ফের গাড়ি চলাচল শুরু হয়।

পুলিশ জানিয়েছে, যেহেতু সেতুর মাঝের ডিভাইডারে কন্টেনার ঢুকে যায়, তাই পাশের দু’টি লেন চালু রাখতে বিশেষ বেগ পেতে হয়নি। তাছাড়া শনিবারের সকালের যানবাহন তুলনামূলক ভাবে কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


Share