Road Accident

কংক্রিটের দেওয়ালে সজোরে ধাক্কা, হাওড়ার জয়পুরে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের

মৃত সিভিক ভলান্টিয়ারের নাম অভিজিৎ চাউলে। বাড়ি ফেরার পথে সজরে ধাক্কা কংক্রিটের দেওয়ালে।বাইক থেকে ছিটকে যান সিভিক ভলেন্টিয়ার। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালেই মৃত্যু বরণ।

মৃতের নাম অভিজিৎ চাউলে।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৩:২৩

রাস্তার ধারে কংক্রিটের দেওয়ালে সজোরে ধাক্কা। দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের। মঙ্গলবার রাতে হাওড়ার জয়পুরে ঘটনাটি ঘটেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃত সিভিক ভলান্টিয়ারের নাম অভিজিৎ চাউলে। তিনি জয়পুর থানায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, থানায় কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন। গতকাল ঝিকিরার রায়পাড়ায় কাছে রাস্তার ধারে একটি ক্রংক্রিটের দেওয়ালে সজরে ধাক্কা মারেন। রক্তাক্ত অবস্থায় অভিজিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

স্থানীয়েরা জানান,গতকাল, মঙ্গলবার রাতে অভিজিৎ কাজের শেষে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝরাস্তায় রায়পাড়ার কাছে একটি ক্রংক্রিটের দেওয়ালে সজরে ধাক্কা মারেন অভিজিৎ। বাইক থেকে ছিটকে পড়েন তিনি। এলাকার বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

জয়পুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তার তদন্ত শুরু করছে পুলিশ।


Share