Mysterious Death

নববর্ষের রাতে বাইকে করে বেরিয়ে রহস‍্যমৃত্যু, কল‍্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ

শুক্রবার সকালে ওয়ারলেস মোড় সংলগ্ন কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে উজ্জ্বল ঘোষের নিথর দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বারাকপুরে
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৭:৩৫

নববর্ষের রাতে বন্ধুর সঙ্গে বাইকে চেপে বেরিয়েছিলেন। বাড়ি ফেরা হল না যুবকের। শুক্রবার সকালে বারাকপুরের ওয়ারলেস মোড়ের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে এক ব্যবসায়ীর নিথর দেহ উদ্ধার হল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

মৃতের নাম উজ্জ্বল ঘোষ ওরফে রানা। ব‍্যারাকপুরের গাজাগলি এলাকার বাসিন্দা। ওয়ারলেস মোড়ের কাছে তাঁর গাড়ি কেনাবেচার শোরুম রয়েছে। জানা গিয়েছে, গতকাল নববর্ষের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উজ্জ্বলবাবু। ঘনিষ্ঠদের দাবি, সেখানে খায়াদাওয়ার পরে রাতে আবার দোকানে ফিরে আসেন। এই দোকানের সামনেই শুক্রবার সকালে অচৈতন্য অবস্থায় উজ্জ্বলবাবুকে উদ্ধার হয়। সেখানেই তাঁর মোটরবাইক এবং মোবাইলও পাওয়া গিয়েছে। তবে দোকান বন্ধ ছিল। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। উজ্জ্বলবাবুকে নিকটবর্তী ব‍্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে গিয়েছে, মৃত ব্যবসায়ীর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে এক পুলিশ আধিকারিক। আপাতত রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করে মোহনপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।


Share