Fire Incident

হাওড়ার বালিহল্টে যাত্রীবাহী চলন্ত বাসে লাগল আগুন! বরাত জোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা, কার্যত অবরুদ্ধ যানচলাচল

মঙ্গলবার সকালে হাওড়ার বালির ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগে। দ্রুত দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দাউ দাউ করে জ্বলছে বাস।
নিজস্ব সংবাদদাতা, বালি
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১১:৫৮

মঙ্গলবার সকালে হাওড়ার বালির ১৬ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী চলন্ত একটি বাসে আচমকা আগুন লাগে। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দমকল কর্মীরা কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ব‍্যপক যানজটের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বালি হল্টের কাছে ধুলাগড়-নয়াবাদ রুটের একটি চলন্ত বাসে আচমকা আগুন ধরে যায়। বাসে ২৫-৩০ জন যাত্রী ছিলেন। তৎক্ষণাৎ বাসে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এর পরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই উপস্থিত ছিল বালি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছু ক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগল, তা স্পষ্ট নয়। অফিস টাইমে ওই এলাকায় বাসে আগুন লাগার ঘটনায় ব‍্যপক যানজটের সৃষ্টি হয়। কয়েক ঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এ দিনের ঘটনায় কারও প্রাণহানি বা আঘাতের খবর পাওয়া যায়নি। বালিহল্ট ব্রিজের ওপর রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকে বাসগুলি। এমনিতেই রাস্তা চওড়ায় অনেকটাই ছোট। অফিস যাত্রীদের অভিযোগ, ব‍্যস্ত সময়ে বাসগুলি পুলিশের মদতে ইচ্ছেকরে দাঁড়িয়ে থাকে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। বাসটিকে ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে।

বেশ কিছু দিন কয়েক আগে বাগুইআটি উড়ালপুলের নীচে একটি গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা গাড়িটি। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


Share