Bomb Blast

ক্ষতিগ্রস্থ হয়েছে দু’টি চোখ! উড়ে গিয়েছে হাতের আঙুল, বাসন্তীর তৃণমূল কর্মী আনার শেখ বাড়িতে বিস্ফোরণে জখম শিশুর অবস্থা আশঙ্কাজনক

শিশুটির ডান হাত জখম হয়। ডান হাতের তিনটি আঙুল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত আঙুলের অস্ত্রোপচার করা হয়েছে। জানা গিয়েছে, দুটি আঙুলকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকি আঙুলগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে। তা ওষুধের মাধ‍্যমে সারিয়ে তোলার চেষ্ঠা করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০২:১৯

বড়দিনের আগের রাতে বাসন্তীতে বোমা বিস্ফোরণে জখম হয় এক শিশু। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, শিশুটির চোখে বোমার স্প্লিন্টার ঢুকে গিয়েছে। শিশুটির অবস্থা সংকটজনক। অস্ত্রপাচার করতে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, বোমা বিস্ফোরণের অভিঘাতে তার দু’টি চোখেই প্রচুর পরিমাণ পাথর ঢুকে রয়েছে। আটকে রয়েছে বোমার স্প্লিন্টার। এই পাথর এবং স্প্লিন্টার হাতবোমায় ব‍্যবহার করা হয়েছিল। তা এখনও বের করা সম্ভব হয়নি। ফলে শিশুটির দৃষ্টিশক্তি কমে গিয়েছে। কিছুই ঠিকঠাক দেখতে পারছে না সে। ঝাপসা দেখছে। এসএসকেএম সূত্রের খবর, চোখে আটকে থাকা স্প্লিন্টার এবং পাথর কীভাবে বের করা যায় তা নিয়ে শুক্রবার একটি চক্ষুরোগ বিশেষজ্ঞের একটি দল খতিয়ে দেখবেন। তার পরেই কীভাবে স্প্লিন্টার বের করা যাবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে। 

এ ছাড়াও, শিশুটির ডান হাত জখম হয়। ডান হাতের তিনটি আঙুল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত আঙুলের অস্ত্রোপচার করা হয়েছে। জানা গিয়েছে, দুটি আঙুলকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকি আঙুলগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে। তা ওষুধের মাধ‍্যমে সারিয়ে তোলার চেষ্ঠা করা হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খড়িমাচান গ্রামে স্থানীয় তৃণমূল কর্মী বাড়িতে বিস্ফোরণে জখম হয় শিশু। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। জখম শিশুর পরিবারের দাবি, বুধবার সন্ধেয় তৃণমূল কর্মী শেখ আনারের নির্মীয়মাণ বাড়িতে যায় ওই ছাত্র। অভিযোগ, সেই সময় মজুত করে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় সে। বিস্ফোরণে হাতের কব্জির একাংশ উড়ে যায়। দুটি চোখ ও মুখে গুরুতর আঘাত লাগে। কীভাবে বিস্ফোরণ হল তা নিয়ে তদন্ত চলছে। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


Share