Recovery of fake notes

বড় সাফল্য বিএসএফের, সীমান্তবর্তী এলাকা থেকে তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার

বিএসএফ সূত্রে জানা গেছে, ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানরা ইছামতি নদীর কাছে কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। তখনই বাংলাদেশ থেকে দুই সন্দেহভাজন পাচারকারীকে আসতে দেখে তাঁরা।

উদ্ধার হওয়া জাল নোট
নিজস্ব সংবাদদাতা, ঝোরপাড়া
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৪:১১

সীমান্তবর্তী এলাকায় তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার। বড় সাফল্য বিএসএফের। নদিয়ার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে  সীমান্তরক্ষী বাহিনীর ১৯৪ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ব্যর্থ করে। মোট ৬১৬টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানরা ইছামতি নদীর কাছে কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। তখনই বাংলাদেশ থেকে দুই সন্দেহভাজন পাচারকারীকে আসতে দেখে তাঁরা। দুই পাচারকারী ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা তার সহযোগীদেরকে কিছু দেওয়ার চেষ্টা করে। 

 ঘটনায় জওয়ানরা তাৎক্ষণিকভাবে ব্যাটেলিয়ন - সহ ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। টের পেয়ে নোট পাচারকারীরা ঘন জঙ্গল এবং ইছামতি নদীকে কাজে লাগিয়ে  বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এরপর বিএসএফের জোয়ানরা জঙ্গলে তল্লাশির সময়, জওয়ানরা একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পায়। 

প্যাকেটটি খোলার পর সেখান থেকে প্রচুর পরিমাণে জাল ভারতীয় মুদ্রার নোট দেখতে পায়। যা পরবর্তীকালে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, সমস্ত নোট সম্পূর্ণ জাল। উদ্ধার করা জাল মুদ্রা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফের সীমান্তের জনসংযোগ আধিকারিক জানান, জাল মুদ্রার চোরাচালান দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই ধরনের কোন অপরাধমূলক কাজ তারা হতে দেবেন না। তবে এই জাল নোট উদ্ধারের ঘটনায় বিএসএফের বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।


Share