Narendro Modi

আরামবাগের পর নদিয়া, বিধানসভা ভোটের আগে রাজ্যের দুই জেলায় জনসভা প্রধানমন্ত্রীর

সামনেই বছর বিধানসভা নির্বাচন। দলীয় সূত্রের খবর, দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে। এর আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী খোদ রাজ্যের জন্য প্রধানমন্ত্রীর জন্য সময় চেয়ে এসেছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৩

বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় সূত্রের খবর, নদিয়ার রানাঘাটে আসবেন প্রধানমন্ত্রী। তাঁর আগে ১৩ ডিসেম্বর আগে হুগলির আরামবাগে একটি জনসভা করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে স্থানীয় নেতৃত্ব এবং কর্মী-সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে ২০ ডিসেম্বর নদিয়ার রানাঘাটে আসতে চলেছেন নরেন্দ্র মোদী। রানাঘাটে এসে একটি সমাবেশ করবেন তিনি। জেলা বিজেপি নেতৃত্বকে ইতিমধ্যেই স্থান ঠিক করতে বলা হয়েছে। বিজেপি সূত্রের খবর, হাবিবপুর ও তাহেরপুর, এই দুটি জয়গাকেই বেছে নেওয়া হয়েছে। তবে তাহেরপুরের মাঠকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তা নিয়েই জেলা বিজেপি নেতৃত্ব প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

সামনেই বছর বিধানসভা নির্বাচন। দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতেই রজ‍্য সফর বলে মনে করা হচ্ছে। এর আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার খোদ রাজ্যের জন্য প্রধানমন্ত্রীর জন্য সময় চেয়ে এসেছিলেন। 

উল্লেখ্য, আগামী ১৩ তারিখ আরামবাগে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এই রাজ্য সফরে এ বার আরামবাগের সঙ্গে যোগ হল রানাঘাটের জনসভা। যদিও এই জনসভাকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল। তাঁদের মতে, রাজ্যে যখন ভোট আসে তখনই বিজেপি নেতারা রাজ্যে ‘ডেইলি প্যাসেঞ্জারি’ শুরু করে।


Share