Death of BLA

বালিতে লরির ধাক্কায় মৃত্যু তৃণমূল কর্মীর, বুথ স্তরের এজেন্ট চন্দন সরকারের মৃত্যুতে শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

চন্দন সরকারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএলএ-র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৩:১৬

হাওড়ার বালিতে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম চন্দন সরকার (৩৫)। তিনি তৃণমূলের বুথ স্তরের এজেন্ট হিসেবে ছিলেন। তাঁর বাড়ি বালির নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তিনি জোমজুড় বিধানসভার ১৮৬ নম্বর অংশে বিএলর-২ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি শুরু হয়েছে। অন্যান্য এলাকার মতো কোনা মোড়ে বালি-জগাছা বিডিও অফিসেও চলছিল শুনানি পর্ব। ওই অফিসের পাশ দিয়ে বাইকে করে যাওয়ার সময় ১৬ নম্বর জাতীয় সড়কের সেভেন পয়েন্ট ক্রসিংয়ে একটি লরি চন্দন সরকারের বাইকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন।

গুরুতর জখম অবস্থায় তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সময় লরিটির গতি কত ছিল এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

চন্দন সরকারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএলএ-র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Share