Road Accident

বাদুড়িয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ধাক্কা মেরে ১০ কিলোমিটার টেনে নিয়ে গিয়ে মৃত্যু সাইকেল আরোহীর

অভিযোগ, চারচাকা গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী গাড়ির সঙ্গে আটকে প্রায় ১০ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাদুড়িয়া
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৪:১৯

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার উমাপতিপুর এলাকায় এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। তারপর চারচাকা গাড়ির চালকের বিরুদ্ধে তাঁকে প্রায় ১০ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় ওই সাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কুমারেশ মণ্ডল নামে এক ব্যক্তি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। উমাপতিপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি সজোরে তাঁর সাইকেলে ধাক্কা মারে। ধাক্কায় কুমারেশ এবং তাঁর সাইকেল গাড়ির সঙ্গে আটকে যায়। অভিযোগ, সেই অবস্থাতেই গাড়ি না থামিয়ে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন।

ঘটনাটি চোখে পড়তেই রাস্তার পাশে থাকা স্থানীয় বাসিন্দারা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। গাড়িটি থামানোর অনুরোধ জানান। কিন্তু চালক কোনও ভ্রুক্ষেপ না করে আরও বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকেন। কয়েক জন স্থানীয় যুবক বাইকে করে গাড়িটির পিছু নেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক পরিস্থিতি বুঝে আরও গতি বাড়িয়ে দেন।ফলে বাইক নিয়েও তাঁকে আটকানো সম্ভব হয়নি।

প্রায় ১০ কিলোমিটার পথ পেরিয়ে একটি সর্ষের ক্ষেতে গাড়িটি থামান চালক। সেখানে তিনি সাইকেল, সাইকেল আরোহী এবং গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ধাওয়াকারী বাইকচালকেরা এসে গাড়ির সামনে আটকে থাকা কুমারেশ মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন। তাঁকে প্রথমে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। বুধবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। সাইকেল ও অভিযুক্ত গাড়িটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়িটি যে রাস্তাগুলি দিয়ে গিয়েছে, সেই সব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ খতিয়ে দেখে গাড়ির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাটিকে নিছক দুর্ঘটনা না কি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Share