Hanging body recovered

হাসনাবাদে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, দেহ উদ্ধার নিজ বাড়ি থেকে

হাসনাবাদ থানার অন্তর্গত বাইনারা গ্রামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে রিনি ধারার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাসনাবাদ
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৩:০৯

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। হাসনাবাদ থানার অন্তর্গত বাইনারা গ্রামে ঘটনাটি ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতার নাম রিনি ধারা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় রিনি বাড়িতে একাই ছিল। বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যেরা প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তাঁরা দেখেন, মূল ফটক খোলা ছিল। কিন্তু রিনির ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। একাধিক বার ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। ফলত পরিবারের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, রিনির দেহ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।

তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু মৃত্যুর কারণ কী আত্মহত্যা? না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে! তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। মৃতার বাবা রবীন্দ্রনাথ ধারা জানান, কেন তাঁর মেয়ে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিল, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। তাঁর দাবি, সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল। সেই নিয়ে অতিরিক্ত চাপ বা উদ্বেগে ছিল না রিনি। পড়াশোনাতেও সে ভালো ছিল বলে দাবি করেছে পরিবারের।

ঘটনার খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ দেহ উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share