Fire

বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ২০০টি দোকান

উৎসবের মরসুমে বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। গভীর রাতে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই প্রায় ২০০ দোকান। প্রাণহানি নেই, তবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

অগ্নিকাণ্ড
নিজস্ব সংবাদদাতা, বিরাটি
  • শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:২২

উৎসবের মরসুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাত দেড়টা নাগাদ বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে গোটা বাজারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। তবে রাতের প্রবল হাওয়া এবং বাজার এলাকার সরু রাস্তার কারণে আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। বাজারের ভিতরে দমকলের গাড়ি ঢুকতে না পারায় পাশের উড়ালপুলে দাঁড় করিয়েই আগুন নেভানোর কাজ চালানো হয়।

মঙ্গলবার সকাল পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। দমকল জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও সাদা ধোঁয়া বেরোচ্ছে এবং বাজারের ভিতরে একাধিক জায়গায় পকেট ফায়ার সক্রিয় রয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

এই অগ্নিকাণ্ডে যদুবাবু বাজারের প্রায় ২০০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীদের দাবি, গভীর রাতে প্রথমে একটি দোকানে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছনোর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

বাজারের আশপাশে একাধিক ফ্ল্যাট ও ঘন জনবসতি থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। ভাগ্যক্রমে প্রাণহানির খবর মেলেনি। তবে উৎসবের মুখে এমন ঘটনায় ব্যবসায়ীরা কার্যত সর্বস্বান্ত। দোকানের সামগ্রী ছাড়াও বহু জায়গায় রাখা নগদ টাকাও পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান।

বছরের শেষের উৎসবের আমেজে এই অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জীবনে বড় ধাক্কা হয়ে এসেছে। কীভাবে এই ক্ষতি সামলাবেন, তা ভেবে দিশেহারা তাঁরা।


Share