Fire Incident

নতুন বছরের শুরুতেই হাওড়ায় ঘরের ভিতর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৭০ বছরের বৃদ্ধার

মৃত বৃদ্ধার নাম আভারানী পাল(৭০)। বিধ্বংসী আগুনে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বছরের শুরুতেই এমন ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আগুনে ভস্মীভূত বাড়ি
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১১:০০

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। ঘরের ভিতর ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার ব্যাটরার নটবর পাল রোডের রথতলা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল ও পুলিশ। তবে দমকল পৌঁছনোর আগেই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় টালি চালের একতলা বাড়িটি। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, প্রদীপ বা ধূপের আগুন থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

মৃত বৃদ্ধার নাম আভারানী পাল(৭০)।প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার দুপুরে আচমকাই তাঁর ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। সেই সময় বৃদ্ধা একাই বাড়িতে ছিলেন। স্থানীয়রাই তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আভারানী পাল তাঁর ছেলে সুমনের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করতেন। ঘটনার সময় ছেলে সুমন বাড়ির বাইরে ছিলেন। পুলিশ জানিয়েছে, বৃদ্ধা অসুস্থ ছিলেন। ঠিকমতো চলাফেরা করতে পারতেন না। সেই কারণেই অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে বেরোতেও পারেননি তিনি। তার ফলেই এই পরিণতি ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

এই বিধ্বংসী আগুনে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বছরের শুরুতেই এমন ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share