Lionel Messi in Kolkata

"শাক দিয়ে মাছ ঢাকা যাবে না", অরূপ বিশ্বাসের পদত্যাগের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক শমিক ভট্টাচার্য

তিনি জানান একা অরূপ বিশ্বাসের পক্ষে বা একা শতদ্রু দত্তের পক্ষে এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয়। বাকি আর কে কে ছিলেন ওখানে। তিনি বলেন, " তৃণমূল কংগ্রেস শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, মাছ তো ঢেকে দেবেন কিন্তু পরে শাকটা কিভাবে ঢাকবেন।"

শমীক ভট্টাচার্য।
নিজস্ব সংবাদদাতা, তাহেরপুর
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১০:০৪

"মাছ ঢাকা মাছ ঢাকা যাবে না! অরূপ বিশ্বাসের পদত্যাগের মধ্য দিয়ে জনগণের রাগকে প্রশমিত করতে চাইছে তৃণমূল।" ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের নিজের পদ থেকে অব্যাহতি চাওয়ার ঘটনায় বিস্ফোরক শমীক ভট্টাচার্য। সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্র মেসি আসার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনায় নানান ধরনের নাটকীয় মোড় আগেই নিয়েছিল। এ বার ঘটনার দায় নিয়ে ইস্তফা পত্র দিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। 

এদিন নদীয়ার তাহেরপুর থেকে এ বিষয়ে মন্তব্য করেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান একা অরূপ বিশ্বাসের পক্ষে বা একা শতদ্রু দত্তের পক্ষে এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয়। বাকি আর কে কে ছিলেন ওখানে। তিনি বলেন, " তৃণমূল কংগ্রেস শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, মাছ তো ঢেকে দেবেন কিন্তু পরে শাকটা কিভাবে ঢাকবেন।"

তিনি আরও বলেন, "জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি কলকাতা এসেছিলেন। অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। সঙ্গে তাঁর কিছু অনুগামীরাও ছিল। কিন্তু এত বড় আয়োজন উনি একা করেননি। অরূপ বিশ্বাসকে সামনে রেখে জনগণের রাগকে প্রশমিত করতে চাইছে রাজ্য সরকার।" 

এদিন সল্টলেকে স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা একাধিক জিনিসপত্র ১০ গুন বাড়িয়ে বিক্রি করার অভিযোগ করেছিল। এই প্রসঙ্গে তিনি জানান, ২০ টাকার জল ২০০ টাকায় বিক্রি করেছে। ১০০ টাকায় চিপস বিক্রি করেছে। সব মিলিয়ে একটি পাহাড় সমান দুর্নীতি হয়েছে দর্শকদের সঙ্গে। হাজার হাজার টাকা খরচ করেও দর্শকরা মেসিকে দেখতে পারেনি। তিনি বলেন, " সামনে বিধানসভা ভোট। এই টাকাকে কাজে লাগিয়ে তৃণমূল ভোটের বৈতরণী করতে চাইছে। সবটাই তৃণমূলের দুর্বল চিত্রনাট্য।" 

প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর ভারত সফর এসেছিল লিওনেল মেসি। প্রথম দিনই তিনি কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে দর্শকদের মুখোমুখি হয়েছিলেন। দূর দূরান্ত থেকে তার ভক্তরা এসেছিলেন তাদের স্বপ্নের ফুটবলের রাজপুত্রকে একটিবার নিজের চোখে দেখার জন্য। টিকিটের দাম ছিল মাথায় হাত দেওয়ার মতো। কেউ ১০ হাজার আবার কেউ ১৪ হাজার টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। 

কিন্তু বেশিরভাগ দর্শকদেরই অভিযোগ তারা মেসিকে দেখতেই পাননি। মাঠের মধ্যে সর্বক্ষণ একটি জটলা মেসিকে ঘিরে ছিল। এরপরই মাত্র ১০ মিনিটের মধ্যে লিওনেল মেসি মাঠ পরিত্যাগ করেন। তারপরে শুরু হয় অশান্তি। যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর করেন একদল ক্ষিপ্ত জনতা। সেই ঘটনারই সম্পূর্ণ দায় নিয়ে পদত্যাগ পত্র দিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ পত্র স্বীকার করেছেন। অরূপ বিশ্বাসকে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্রীড়া দফতর সামলাবেন খোদ মুখ্যমন্ত্রী।


Share