BJP Leader Sparks Row

‘যেখানেই দেখবেন, পেটাবেন’, বৈষ্ণবনগরের সভা থেকে বিজেপি নেতার হিংসাত্মক আহ্বানে রাজনৈতিক

লাঠি–ঝাঁটা হাতে তৃণমূল কর্মীদের ‘পেটানোর’ প্রকাশ্য ডাক বিজেপি নেতার। মালদহের বৈষ্ণবনগরে সভা থেকে মন্তব্যে তীব্র বিতর্ক, তৃণমূলের পাল্টা আক্রমণে রাজনৈতিক উত্তেজনা চরমে।

বৈষ্ণবনগরের সভা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০২:৩২

তৃণমূল কর্মীদের বিরুদ্ধে লাঠি ও ঝাঁটা হাতে নেওয়ার প্রকাশ্য আহ্বান জানিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির এক নেতা। মালদহের বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকায় আয়োজিত একটি জনসভা থেকে এই মন্তব্য করেন বিজেপি দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সহ-সভাপতি তারক ঘোষ। তাঁর বক্তব্য ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সভামঞ্চ থেকে তারক ঘোষ বলেন, “প্রত্যেক মা-বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন। যেখানেই দেখবেন, সেখানেই পেটাবেন। যতক্ষণ না পশ্চিমবঙ্গ থেকে এদের উৎপাত করে ফেলছি, ততক্ষণ সজাগ থাকতে হবে।” তিনি আরও জানান, তাঁরা শুধু সরকার পরিবর্তন করবে না, বাংলার পরিবর্তন করবে। সোনার বাংলা গড়বে।

লাঠি–ঝাঁটা হাতে নেওয়ার আহ্বানের কারণ হিসেবে তারক ঘোষ দাবি করেন, রাজ্যে নারী নির্যাতন বেড়েছে। তাঁর কথায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার  বিধায়ক, একজন মহিলা। এই রাজ্যে নারী নির্যাতন চলছে। কোথাও ধর্ষণ হচ্ছে। কোথাও নারী নির্যাতন হচ্ছে। মহিলারা বিচার পাচ্ছে না। আর সেই কারণেই বলেছি হাতে ঝাঁটা-লাঠি নিতে হবে।

এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এলাকার তৃণমূল বিধায়ক চন্দনা সরকার পাল্টা আক্রমণ করেন। তিনি জানান, বিজেপির টিকিট পাওয়ার আশায় এই নেতা উল্টো-পাল্টা কথা বলছেন। সামনে নির্বাচন আছে। মাঠে-ময়দানে দেখা হবে। 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।


Share