Road Accident

উদীয়মান চিকিৎসকের অকাল মৃত্যু, ডিউটি শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেলো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক

রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির নকশালবাড়ির কদমা মোড়ে, পানিঘাটা–বাগডোগরা রাজ্য সড়কে মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় জুনিয়র ছাত্রী সায়ন্তনী ভাদুড়ির। গুরুতর আহত হন আরও চারজন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

উদীয়মান চিকিৎসকের অকাল মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০৩

ডিউটি শেষ করে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষে এক জুনিয়র চিকিৎসক প্রাণ হারালেন। আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির নিকটবর্তী নকশালবাড়ির কদমা মোড় এলাকায়, পানিঘাটা–বাগডোগরা রাজ্য সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চারজন জুনিয়র চিকিৎসক ডিউটি শেষ করে একটি চারচাকা গাড়িতে করে পানিঘাটার দিকে ঘুরতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে দু'জন ছিলেন মহিলা। সেই সময় বিপরীত দিক থেকে শিলিগুড়ি ফেরার পথে থাকা এক ব্যক্তির গাড়ির সঙ্গে তাঁদেরগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার শব্দে আশপাশের মানুষ ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছোয় নকশালবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। সেখান থেকে আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়ন্তনী ভাদুড়ি নামে এক জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে।

অন্য আহতদের মধ্যে দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনায় জড়িত দু’টি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ। জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ভাদুড়ির কলকাতার বাড়িতে খবর পাঠানো হয়েছে। তাঁর দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। এই শীতে কুয়াশার জেরে এমন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে প্রায়ই। এবার শিলিগুড়ির কাছে পথ দুর্ঘটনায় সায়ন্তনীর মৃত্যুতে একজন উদীয়মান চিকিৎসককে হারিয়ে শোকাহত সহপাঠী, শিক্ষকরা।


Share