Wildlife Smuggling Foiled

ভারত–নেপাল সীমান্তে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা, এসএসবির হাতে গ্রেফতার দুই যুবক

শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবি’র তল্লাশিতে দুই যুবক আটক। তাদের কাছ থেকে হরিণ ও গোরালের শিং, সাপের কঙ্কাল, বুনো শূকরের দাঁত ও হর্নবিলের ঠোঁট উদ্ধার। পরে ধৃতদের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টায় গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:০০

শিলিগুড়ির ভারত–নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় এসএসবি’র ৪১তম ব্যাটালিয়নের রুটিন চেকিং চলাকালীন বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। নেপাল থেকে ভারতে প্রবেশের সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই যুবককে গ্রেফতার করা হয়।

আটকের পর ধৃতদের তল্লাশি চালিয়ে এসএসবি জওয়ানরা উদ্ধার করেন একাধিক বন্যপ্রাণীর দেহাংশ। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে চারটি হরিণের শিং, একটি গোরালের শিং, তিনটি সাপের কঙ্কাল, একটি বুনো শূকরের দাঁত এবং চারটি হর্নবিল পাখির ঠোঁট। 

ঘটনার খবর পেয়ে বনদফতরকে জানানো হলে ধৃত দুই যুবককে উদ্ধার হওয়া সামগ্রীসহ টুকরিয়াঝার রেঞ্জের বনদফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।


Share