Accident

ইস্টার্ন বাইপাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দু’জনের, গুরুতর আহত আরও একজন

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের দুর্ঘটনা। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুই স্কুটার আরোহীর মৃত্যু, গুরুতর আহত একজন। রাস্তার আলো ও গতি নিয়ন্ত্রণ নিয়ে উঠছে প্রশ্ন।

এই স্থানেই দুর্ঘটনাটি ঘটেছে।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১১:০৬

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের প্রাণঘাতী দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় চেকপোস্ট থেকে আমবাড়ির দিকে যাওয়ার সময় আশিঘর মোড় সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ হারান দু’জন স্কুটার আরোহী। ঘটনায় গুরুতর আহত আরও একজনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতরা শিলিগুড়ির আমতলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজন যাত্রী নিয়ে একটি স্কুটার বাইপাস দিয়ে এগোচ্ছিল। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক আচমকা ধাক্কা মারলে স্কুটারটি ছিটকে পড়ে। রাস্তায় ছিটকে পড়েই দু’জনের মৃত্যু হয়। আহত এক ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুটার আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না। তবে শুধু ব্যক্তিগত অসচেতনতাই নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাইপাসের রাস্তার আলো বিকল হয়ে রয়েছে। সন্ধ্যা নামলেই পুরো এলাকা কার্যত অন্ধকারে ঢেকে যায়।

শীতের মরসুমে কুয়াশা এবং পর্যাপ্ত আলো না থাকায় বাইপাসে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাচ্ছে। এর সুযোগে দ্রুতগতির ভারী যান চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের। তাদের মতে, প্রশাসনের তরফে পর্যাপ্ত নজরদারি ও পরিকাঠামো উন্নয়নের অভাবই বারবার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই বানেশ্বর মোড় এলাকায় একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল এক নাবালক। একের পর এক দুর্ঘটনার পরও যদি রাস্তার আলো, গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক বিধি কার্যকর না করা হয়, তবে ইস্টার্ন বাইপাসে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে, এই আশঙ্কাই প্রকাশ করছেন এলাকাবাসী।


Share