Grain Theft Gang

রং বদলে ট্রাক, বদলে যেত চুরির মালপত্র! এনজেপি পুলিশের জালে কুখ্যাত চক্র

শিলিগুড়িতে চাল ও ডাল চুরির চক্রের রহস্য উদঘাটন, মুর্শিদাবাদ থেকে ট্রাক চালক আব্দুল্লাহ মল্লিক ও মালিক আলীম শেখ গ্রেফতার। দীর্ঘদিন ধরে ট্রাকের রং বদলে চুরির ঘটনা চালানোর অভিযোগ।

ট্রাকের নম্বর
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৫:৩০

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শিলিগুড়ির সন্তোষীনগরের এক ব্যবসায়ীর কাছ থেকে ট্রাক বোঝাই চাল চুরির অভিযোগে এনজেপি থানায় মামলা দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নেমে এনজেপি থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে গাড়ির চালক আব্দুল্লাহ মল্লিককে গ্রেফতার করে। তাঁর জবানবন্দির ভিত্তিতেই বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি টোল প্লাজার সামনে থেকে মুসুর ডাল বোঝাই WB-45/5296 নম্বরের একটি ১৪ চাকার ট্রাক আটক করা হয়।

ট্রাকের মালিক ও চালক, মুর্শিদাবাদ জেলার বাসিন্দা আলীম শেখকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরে ট্রাকের রং বদলে বিভিন্ন জায়গা থেকে পণ্য ভাড়া নিয়ে তারা চুরির কারবার চালাত। অতীতের চাল চুরির ঘটনাতেও ওই ট্রাক ব্যবহার করা হয়েছিল এবং এবার ডাল চুরির পরিকল্পনা ছিল তাদের। শুক্রবার তদন্তের স্বার্থে ধৃতদের ১৪ দিনের পুলিশ রিমান্ড চেয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।


Share