BJP-TMC Clash

চাঁচলে শুভেন্দু অধিকারীর সভার পর থানার সামনে তৃণমূলের বিক্ষোভ, অভিযোগ জানাতে থানায় প্রসূন বন্দ্যোপাধ্যায়

মালদহের চাঁচলে শুভেন্দু অধিকারীর সভার পরই উত্তেজনা। কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে চাঁচল থানায় বিক্ষোভ তৃণমূলের। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লিখিত অভিযোগ দায়ের, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি।

থানায় যাচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, চাঁচল
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১০:০৭

শুক্রবার মালদহের চাঁচলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পরই চাঁচল থানার সামনে বিক্ষোভ মিছিলে সামিল হয় তৃণমূল কংগ্রেস। প্রাক্তন পুলিশ অফিসার তথা বর্তমান তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকরা থানায় যান এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

তৃণমূলের অভিযোগ, সভার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কুরুচিকর ও ব্যক্তিগত আক্রমণমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্যে সামাজিক বিভাজন উসকে দেওয়ার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

চাঁচল থানায় অভিযোগ দায়ের করার পর প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, বিরোধী দলনেতার বক্তব্যে একাধিক উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য রয়েছে, যা আইনত দণ্ডনীয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে আইনি পথে লড়াই করা হবে এবং প্রয়োজন হলে রাজনৈতিক প্রতিবাদও চলবে।

প্রসূনের দাবি, সভার বক্তব্যে তাঁর ব্যক্তিগত সম্মানহানি করা হয়েছে এবং অতীতের একটি সংবেদনশীল ঘটনার প্রসঙ্গ টেনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্তব্য করা হয়েছে। এই সব বক্তব্য জনসমক্ষে ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা বলেই মনে করছে তৃণমূল।

তিনি আরও জানান, কোন কোন ধারায় মামলা হতে পারে, তা উল্লেখ করে থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনা ঘিরে চাঁচল থানার সামনে কিছু সময় উত্তেজনা ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এই বিষয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share