Land Grabbing

দক্ষিণ দিনাজপুরে পুলিশ আধিকারিকের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তপন থানায় অভিযোগ দায়ের

দক্ষিণ দিনাজপুরে এএসআই-এর জমি ও খাস পুকুর দখলের অভিযোগে চাঞ্চল্য। নির্দল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে ভাইরাল ভিডিয়ো, তদন্তে তপন থানার পুলিশ।

তপন থানা
নিজস্ব সংবাদদাতা, তপন
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০১:৩৩

দক্ষিণ দিনাজপুরে রাজ্য পুলিশের এক এএসআই-এর জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তপন থানা এলাকার মালাহার গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত পঞ্চায়েতের সদস্যের নাম মজিদুর রহমান। অভিযোগ, ব্যক্তিগত জমির পাশাপাশি সরকারি জমি দখলের চেষ্টা করছেন তিনি। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই এলাকায় শোরগোল শুরু হয়।

অভিযুক্ত এএসআই-এর নাম ওয়াজেদ আলি। তিনি বর্তমানে গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মরত। তাঁর ছেলে আসিফ সরকারের অভিযোগ, মালাহার গ্রাম সংসদের নির্দল সদস্য মজিদুর রহমান স্থানীয় কয়েক জনকে সঙ্গে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে তাঁদের জমির পাশে থাকা সরকারি পুকুর দখল করছেন। পাশাপাশি ইচ্ছাকৃত ভাবে জল ঢুকিয়ে তাঁদের দিঘি ও জমির সীমানা নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, মজিদুর নির্দলের টিকিটে জিতলেও এলাকার সক্রিয় তৃণমূল কর্মী।

পরিবারের আরও অভিযোগ, প্রতিবাদ জানালে হুমকি দেওয়া হচ্ছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মজিদুর রহমান। তাঁর দাবি, তিনি কোনও বেআইনি কাজ করেননি। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তপন থানার এক আধিকারিক বলেন, “পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


Share