Malda Firing Shock

খেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, বচসার জেরে চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

মালদহের যদুপুরে খেলাকে কেন্দ্র করে বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জালাল উদ্দিন শেখ। পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তদন্তে কালিয়াচক থানার পুলিশ।

কালিয়াচক থানা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৯:৪৩

মালদহের কালিয়াচক থানার যদুপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক ব্যক্তি। আহতের নাম জালাল উদ্দিন শেখ (লুপু), বয়স ৩৭ বছর, বাড়ি ওই এলাকাতেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেলা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সেই বিবাদ মেটাতে গিয়েই এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় বাবর শেখের ছেলে হেদায়েত শেখ গুলি চালায়। আক্রমণকারী ও আক্রান্ত—উভয়েই তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে।

ঘটনার সময় সাদ্দাম শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে জালাল উদ্দিন শেখ গুলিবিদ্ধ হন। গুলি তাঁর পেটে লাগে। এছাড়াও আরেক ব্যক্তিকে বন্দুকের বাট দিয়ে নাকে আঘাত করা হয় বলে অভিযোগ।

গুলিবিদ্ধ অবস্থায় জালাল উদ্দিন শেখকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।


Share