Siliguri Crash Tragedy

ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনার পর পরিদর্শনে ট্রাফিক পুলিশ ও পিডাব্লুডি, হেলমেট পরিধানের সচেতনতা বার্তা

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড়ে ট্রাক ধাক্কায় দুই যুবক নিহত, একজন আহত। দুর্ঘটনা স্থল পরিদর্শনে ট্রাফিক ও পিডাব্লুডি কর্মকর্তারা নিরাপত্তা উন্নয়নের দিক নির্দেশনা নিলেন। স্থানীয়রা হেলমেট সচেতনতা প্রচারণা চালাচ্ছেন।

আশিঘর মোড় পরিদর্শন পুলিশ প্রশাসন
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৯

শুক্রবার রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড়ে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, তিনজন যুবক একটি স্কুটিতে করে যাচ্ছিলেন। তখন পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারে। ধাক্কায় দু’জন স্কুটি আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান, আর একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনার পর শনিবার সকালে আশিঘর মোড় পরিদর্শন করেন ট্রাফিক এসিপি, আশিঘর ট্রাফিক পুলিশ এবং পিডাব্লুডি ইঞ্জিনিয়াররা। তারা ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনার ঝুঁকি কমানোর উপায় ও সম্ভাব্য স্থানে বাম্পার বসানোর বিষয়টি খতিয়ে দেখেন।

একই দিনে আশিঘর মোড়ে দেখা যায় শিলিগুড়ির বাসিন্দা রঞ্জন কুমার শাহকে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে হেলমেট পরিধানের গুরুত্ব নিয়ে সচেতনতা ছড়াচ্ছেন। তিনি গাড়ি চালকদের মধ্যে নিরাপদ চলাচলের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন।

এই দুর্ঘটনা আবারও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরল। 


Share