Celebration With Drug Mafia

মুখ্যমন্ত্রীর জন্মদিনে মাদক মাফিয়াকে কেক কেটে খাইয়ে দিচ্ছেন রাজ‍্যের মন্ত্রী! সাবিনার ভাইরাল ছবি ঘিরে জোর বিতর্ক মালদহে, ‘ঘনিষ্ঠতা’ অস্বীকার মন্ত্রীর

এনারুলের ছেলে এবং মেয়ে দু’জনই পেশায় চিকিৎসক। দীর্ঘ দিন ধরে কলকাতায় বসে মাদকের কারবার চালাত এনারুল হক। অভিযোগ, উত্তর-পূর্ব ভারত-সহ দেশের বিভিন্ন প্রান্তে কালিয়াচকের মোজমপুর এলাকা থেকে মাদক পাচার করত। পুলিশের দাবি, রাজ্যের মাদকপাচর চক্রের অন্যতম ‘কিংপিন’ এই এনারুল।

এনারুল হককে কেক খাওয়াচ্ছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
প্রশান্ত দাস, কালিয়াচক
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:১০

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মাদক মাফিয়াকে কেক কেটে খাইয়ে দিচ্ছেন রাজ‍্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার কিছু দিন পরেই এন্টালি থানা এলাকা থেকে মাদক মাফিয়া এনারুল হককে গ্রেফতার করে মালদহ জেলা পুলিশ। মন্ত্রীর দাবি, তিনি কাউকে আসতে না করেন না। তবে এনারুল তৃণমূল কর্মী ছিল বলেই জানিয়েছেন সাবিনা। মাদক মাফিয়া এনারুল হকের সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পরে মালদহে জোর বিতর্ক শুরু হয়েছে।

এনারুলের ছেলে এবং মেয়ে দু’জনই পেশায় চিকিৎসক। দীর্ঘ দিন ধরে কলকাতায় বসে মাদকের কারবার চালাত এনারুল হক। অভিযোগ, উত্তর-পূর্ব ভারত-সহ দেশের বিভিন্ন প্রান্তে কালিয়াচকের মোজমপুর এলাকা থেকে মাদক পাচার করত। পুলিশের দাবি, রাজ্যের মাদকপাচার চক্রের অন্যতম ‘কিংপিন’ এই এনারুল। পুলিশ সূত্রের খবর, এনারুলের সঙ্গে একাধিক প্রভাবশালীর যোগসাজশ রয়েছে। মাদক পাচারের টাকা নির্মাণ ব্যবসা, ঠিকাদার সংস্থা-সহ বিভিন্ন কাজে ব‍্যবহৃত হয়েছে। মালদহ, কলকাতা, শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এনারুলের টাকা বিনিয়োগ হয়েছে বলেও জানা গিয়েছে।

জানা গিয়েছে, এনারুলের মাদকপাচার চক্রে একাধিক ব্যক্তি যুক্ত ছিল। দীর্ঘ দিন ধরে পুলিশ এনারুলের খোঁজ চালাচ্ছিল। গত কয়েক দিন আগে এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মাফিয়া এনারুল হককে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। একই সঙ্গে তার কাকা সওকত শেখকেও গ্রেফতার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মাদকপাচার মামলায় ধৃত এনারুলকে কেক কেটে খাইয়ে দিচ্ছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এমন ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এনারুল হক আদতে কী করেন, তা তিনি জানেন না বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা। সাবিনা বলেন, “আমি একে চিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমার কাছে কেক নিয়ে এসেছিল। আমিতো কাউকে আসতে না করতে পারিনা।” তবে এনারুল যে তৃণমূল কর্মী তা রাজ্যের মন্ত্রী মেনে নিয়েছেন।

যদিও মাদক মাফিয়া এনারুলের সঙ্গে রাজ‍্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গে নিয়ে মুখ খুলতে চাননি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডুর। তবে তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। মালদহের বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন “এনারুল দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। জঙ্গিদের টাকা ওর কাছে এসেছে। এমন যদি হয়ে থাকে জেলায় সুষ্ঠু ভাবে বিধানসভা নির্বাচন হবে কী ভাবে!” তিনি আরও বলেন, “মিটিং মিছিলে এমন লোকের সঙ্গে দেখা যেতে পারে। কিন্তু মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা না থাকলে ঘরে কী করে পৌঁছে গেল। অবিলম্বে পুলিশের বিশেষটি খতিয়ে দেখতে বলব।”


Share