Siliguri Minors’ Rescue

শিলিগুড়িতে নিখোঁজ তিন নাবালিকা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, পরিবারে ফিরেছে স্বস্তি

নিখোঁজ হওয়া তিন নাবালিকাকে চার দিন পরে উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। চার দিনের আতঙ্ক ও দুশ্চিন্তার ইতি টেনে ফের ঘরে ফিরেছে তিন নাবালিকা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের পরিবারের সদস্যরা।

শিলিগুড়িতে নিখোঁজ হওয়া তিন নাবালিকা উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ০৩:৫১

শহরের ১ নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া তিন নাবালিকাকে চার দিন পরে উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। দীর্ঘ উৎকণ্ঠার পর তিন পরিবারের মধ্যে রবিবার সকালেই স্বস্তি ফিরে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর বান্ধবীর জন্মদিনে যোগ দিতে তিন কিশোরী বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু সেদিনের পর আর তাদের খোঁজ মেলেনি। হঠাৎ তিনজন একসঙ্গে উধাও হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপহরণ নাকি মানব পাচার, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। পরিবারের পক্ষ থেকে প্রধান নগর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। শুরু হয় তদন্ত।

অভিযোগ দায়ের করার পর  প্রধান নগর থানার পুলিশ ও অপরাধ দমন শাখার আধিকারিকেরা তদন্তে নামে। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখা হয়। পাশাপাশি যোগাযোগের বিভিন্ন সূত্র ধরে চলে অনুসন্ধান। অবশেষে এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তিন নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের থানায় এনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিন কিশোরী নিজেরাই হাওড়া গিয়েছিল। তবে কেন গিয়েছিল, কার সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল কি না বা কোনও প্ররোচনা ছিল কি না, সেই নিয়ে তদন্ত করেছে পুলিশ। সমাজ মাধ্যমে তারা বেশ সক্রিয় ছিল বলেও জানা গিয়েছে। যা থেকে তদন্তে নতুন দিক মিলতে পারে বলে মনে করছে পুলিশ।

চার দিনের আতঙ্ক ও দুশ্চিন্তার ইতি টেনে ফের ঘরে ফিরেছে তিন নাবালিকা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের পরিবারের সদস্যরা।


Share