Vanishing Winged Life

জলাশয় নিঃশব্দ, আকাশ ফাঁকা—দক্ষিণ দিনাজপুরে কমেছে পাখির সংখ্যা, সংরক্ষণ নিয়ে কঠোর পদক্ষেপের দাবি

সাম্প্রতিক সমীক্ষায় উদ্বেগজনক ছবি দক্ষিণ দিনাজপুরে। জলাভূমি ও নদীতে পাখির সংখ্যা দেড় লক্ষ থেকে নেমে ৩১ হাজারে। জলবায়ু পরিবর্তন, রাসায়নিক ব্যবহার ও অবৈধ শিকারকে বিশেষ কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

পাখি শিকারে পাতা জাল
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১০:৩১

সাম্প্রতিক এক সমীক্ষায় দক্ষিণ দিনাজপুর জেলায় পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ার চিত্র উঠে এসেছে। গত শনিবার থেকে শুরু এই সমীক্ষা শুরু হয়েছিল। সমীক্ষার মূল লক্ষ্য ছিল, জেলার বিভিন্ন প্রান্তের জলাভূমি, পুকুর, নদী ও বিভিন্ন জলাশয়ে পাখিদের বর্তমান অবস্থার খোঁজ নেওয়া। বন দফতরের সহযোগিতায় বিভিন্ন পাখি প্রেমী ও পরিবেশ সংগঠন যৌথভাবে এই সমীক্ষা চালাচ্ছে। তাতেই এমন তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় অংশগ্রহণকারী পরিবেশপ্রেমীদের মতে, পাখির সংখ্যায় এই ব্যাপক পতন অত্যন্ত যথেষ্ট উদ্বেগজনক। প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বছর প্রায় দেড় লক্ষ পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল। চলতি বছরে তা কমে গিয়েছে। পরিসংখ্যান এসে দাঁড়িয়েছে প্রায় ৩১ হাজার ৫০০-এ। তাঁদের দাবি, এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, জেলায় বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা ধারাবাহিক ভাবে হ্রাস পাচ্ছে।

এই সংকটের পিছনে একাধিক কারণ উঠে এসেছে। তাঁরা মনে করছেন, জলবায়ুর পরিবর্তনের ব‍্যপক প্রভাব পড়েছে। মাছ চাষের জন্য পুকুরে রাসায়নিক সার ব্যবহার করা হয়। তা ব‍্যবহারের ফলে জলজ পরিবেশের ক্ষতি হচ্ছে। জলের বিওডি বাড়ছে। এ ছাড়াও, জেলার কোথাও কোথাও জাল পেতে অবৈধ ভাবে পাখি শিকার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে শীতকালে পরিযায়ী পাখির আগমনের সময় পাখিদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে।

সমীক্ষায় কিছু পাখির প্রজাতির উপস্থিতি নথিভুক্ত হয়েছে। একসময় শীত এলেই দক্ষিণ দিনাজপুর জেলার জলাশয় এবং নদীর তীরে যে বিপুল পাখির সমাগম দেখা যেত, সেই দৃশ্য এখন ক্রমেই বিরল হয়ে উঠছে বলে সমীক্ষকেরা মনে করছেন।

এমন সমীক্ষার পরে সতর্কতামুলক পদক্ষেপ হিসেবে, পাখি সংরক্ষণের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ, অবৈধ শিকার বন্ধ এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপ করার দাবি উঠেছে। পাশাপাশি পাখির আবাসস্থল রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে সমীক্ষায়।


Share