Prasanta Tamang

প্রয়াত পাহাড়ের গর্ব প্রশান্ত তামাং, বাগডোগরায় আনা হল দেহ, শোকাস্তব্ধ দার্জিলিং

দার্জিলিংয়ের গর্ব প্রশান্ত তামাংয়ের প্রয়াণে শোকস্তব্ধ পাহাড়। রবিবার দিল্লিতে হৃদরোগে মৃত্যু ৪৩ বছরের শিল্পীর। বাগডোগরায় মরদেহ পৌঁছতেই আবেগঘন শ্রদ্ধায় ভাসল গোটা পাহাড়।

বাগডোগরায় আনা হল প্রশান্ত তামাং-এর মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৪:১২

দার্জিলিংয়ের গর্ব ও গোরখা সমাজের পরিচিত মুখ, জনপ্রিয় শিল্পী প্রশান্ত তামাং আর নেই। রবিবার দিল্লিতে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

২০০৭ সালে একটি জনপ্রিয় রিয়েলিটি শো জিতে দেশজুড়ে পরিচিতি পান প্রশান্ত তামাং। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত কৃতিত্বেই সীমাবদ্ধ ছিল না, বরং তা হয়ে উঠেছিল গোটা গোরখা সমাজের গর্ব ও আত্মপরিচয়ের প্রতীক।

প্রশান্ত তামাংয়ের মরদেহ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দার্জিলিং পাহাড়ের মানুষজন, আত্মীয়স্বজন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। প্রিয় শিল্পীকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা পাহাড়জুড়ে।


Share