Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে উত্তেজনায় গাজোল, প্রস্তুতির শেষ মুহূর্তে তৎপর প্রশাসন ও তৃণমূল শিবির

মুখ্যমন্ত্রীর ৩ ডিসেম্বরের গাজোল সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। গাজোল কলেজ মাঠে মঞ্চ, হেলিপ্যাড ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ ও জেলার তৃণমূল নেতৃত্ব। নিরাপত্তায় কোনও খামতি না রাখতে প্রশাসনের তৎপরতা চূড়ান্ত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার
নিজস্ব সংবাদদাতা, গাজোল
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০১:১০

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মালদহ জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পরে মুখ্যমন্ত্রীর এমন জনসভা ঘিরে গাজোল কলেজ ময়দান এখন কার্যত উৎসবের আবহে ভরে উঠেছে। বুধবার সকাল থেকেই সভাস্থলে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, আর সেই ব্যস্ততার ছবি নজর কেড়েছে সাধারণ মানুষেরও।

সভাস্থল ঘিরে প্রশাসনও রয়েছে তৎপরতার চরমে। ভোর থেকেই জেলা পুলিশ, বিশেষ নিরাপত্তা বাহিনী এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা শীর্ষ পুলিশ আধিকারিকরা গাজোল কলেজ ময়দানে পৌঁছেছেন। সভার প্রতিটি প্রবেশ ও প্রস্থানপথ, দর্শকাসন, মঞ্চের চারপাশ সব জায়গায় নজরদারি চালানো হচ্ছে খুঁটিয়ে। পুলিশ কুকুর, মেটাল ডিটেক্টর এবং অন্যান্য আধুনিক নিরাপত্তা সরঞ্জাম দিয়ে গোটা এলাকা একাধিকবার তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে তৃণমূল শিবিরেও চরম উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা দলে দলে সভাস্থলে এসে পৌঁছাতে শুরু করেছেন। গাজোল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মালদহ শহর সব অঞ্চল থেকেই বাস, ছোট গাড়ি, এমনকি মোটরবাইক মিছিল করে কর্মীরা আসছেন। তাঁদের মধ্যে দেখা গেল বিশেষ উচ্ছ্বাস, কারণ অনেকেই বলছেন মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার এই সুযোগ তাঁরা হাতছাড়া করতে চান না।

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বুধবার দুপুরের গাজোল কলেজ ময়দান এখন ‘পূর্ণতা পাওয়ার অপেক্ষায় থাকা এক বিশাল আয়োজন’। মুহূর্ত গুনছে প্রশাসন, তৃণমূল শিবির, আর সাধারণ মানুষ কবে মঞ্চে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Share