Demonstration in Siliguri

শিলিগুড়িতে উত্তেজনা! অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ধুন্ধুমার, পথে নামলেন বিজেপি কাউন্সিলর

শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে উত্তেজনা ছড়ায়। পৌরনিগমের দখলমুক্তি অভিযানে স্থানীয়দের বিক্ষোভ, উপস্থিত ছিলেন কাউন্সিলর অনিতা মাহাতো। অভিযোগ, ভাঙার আগে নোটিশ দেওয়া হয়নি। তবে পৌরনিগম জানিয়েছে, অনুমতিহীন নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ধুন্ধুমার, পথে নামলেন তৃণমূল কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৩:০৬

শিলিগুড়ি পুরসভা পক্ষ থেকে প্রায় এক বছর ধরেই শহরজুড়ে অবৈধ ভাবে ফুটপাত ও ড্রেন দখল করে গড়ে ওঠা বাড়ি ও দোকান উচ্ছেদের অভিযান চলছে। আজ, বুধবার শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে সেই অভিযানের অংশ হিসেবেই পুরসভার একটি পৌঁছোয়। কিন্তু অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনাস্থলে পুরসভার একটি দল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে উপস্থিত হয়। যা দেখে আরও ক্ষোভ বাড়ে এলাকার মানুষের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মাহাত। তিনি পুরসভার গাড়ির সামনে বিক্ষোভ দেখান। পরে উত্তেজনা কিছুটা বাড়লে পুরসভার দলটি এলাকা থেকে ফিরে যায়।

বাসিন্দারা দাবি করেছেন, ভাঙার আগে কোনও নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। হঠাৎ করেই এমন পদক্ষেপ নেওয়ায় আমরা ক্ষুব্ধ। অন্যদিকে, পুরসভার সূত্রের খবর, শহরের দখলমুক্তি অভিযান চলবে। যেসব নির্মাণ আইনি অনুমতি ছাড়া হয়েছে, সেগুলি পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে।


Share